GWB GNM INFORMATION



COOL WORLD



GNM 






Download PDF 




প্রার্থী বাছাই পদ্ধতি



WB Health GNM Nursing 2019 Course Admission এর জন্য প্রার্থী বাছাই করা হবে তাদের আবেদন পত্রে উল্লেখিত তথ্যের ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে প্রতিটি জেলার নার্সিং ট্রেনিং সেন্টার নিজস্ব মেরিট লিস্ট প্রস্তুত করবে.


















Online Application Start1st June 201912 noon
Online Application Close17th June 201911 pm
Last Date of Choice Filling19th June 201912 mid night
Merit List Publish3rd July 201912 noon
Name List & Venue of Verification Publish5th July 201912 noon
Date of Verification & Medical Checkup8th to 18th July 201910 am – 4 pm
Final Rank List Publish27th July 201912 noon
Publication of 1st Round Seat allotment10th August 201912 noon
1st Round Admission Date13th to 17th August 201910 am – 4 pm
Publication of 2nd Round Seat Matrix21st August 201912 noon
Publication of 2nd Round Seat allotment2nd September 201912 noon
2nd Round Admission Date4th to 6th Sept 201910 am – 4 pm
Publication of mop up Round Seat Matrix9th Sept. 201912 noon
Publication of mop up Round Seat allotment from Swasthya Bhavan12th Sept. 201910 am – 4 pm
Mop up Round Admission Date16th Sept. 201910 am – 4 pm
Course will Start1st Oct. 20198 am


ডকুমেন্ট ভেরিফিকেশন পদ্ধতি


যে সমস্ত আবেদনকারীর নাম প্রাথমিক মেরিট লিস্টে থাকবে, তাদেরকেজেলাভিত্তিক নির্দিষ্ট নার্সিং স্কুল নির্দিষ্ট তারিখে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন এর দিনে প্রার্থীর মেডিকেল চেকআপ হয়ে যাবে।


ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত সার্টিফিকেট আসল এবং স্ব-প্রত্যায়িত কপি অথবা Group-A অফিসার দ্বারা প্রত্যায়িত কপি নিয়ে আসতে হবে।


  1. উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের স্ব-প্রত্যায়িত (self attested) কপি ।

  2. বয়সের প্রমাণপত্র হিসেবে – মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেটের কপি।

  3. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের আসল কপি

  4. SC/ST/OBC কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যায়িত কপি।

  5. PWD সার্টিফিকেট।

  6. Orphanage সার্টিফিকেট।

  7. Civil Defence সার্টিফিকেট।



ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে 8th July তারিখ থেকে এবং শেষ হবে 18th July তারিখে। মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নিম্নলিখিত নার্সিং ট্রেনিং স্কুল গুলিতে।




















প্রার্থী যে জেলার বাসিন্দাযে ঠিকানায় ভেরিফিকেশন লেটার জমা দিতে হবে
দার্জিলিং (দার্জিলিং ও কার্শিয়াং মহকুমা) ও কালিম্পং জেলাসিনিয়ার সিস্টার টিউটর, নার্সিং ট্রেনিং স্কুল, দার্জিলিং জেলা হসপিটাল, দার্জিলিং ৭৩৪১০১
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমাপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, শুশ্রুত নগর, দার্জিলিং, ৭৩৪৪৩২
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর ৭৩৩১২৪
মুর্শিদাবাদ ও নদিয়াপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, নদীয়া জেলা হাসপাতাল, শক্তিনগর, কৃষ্ণনগর, নদীয়া ৭৪১১০১
পুরুলিয়া, বাঁকুড়াপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, বাঁকুড়া, ৭২২১০১
বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বর্ধমান ৭১৩১০১
পশ্চিম ও পূর্ব মেদিনীপুরপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল, তমলুক, পূর্ব মেদিনীপুর ৭২১৬৩৬
হাওড়া ও হুগলীসিনিয়র সিস্টার টিউটর, নার্সিং ট্রেনিং স্কুল, হুগলি জেলা হাসপাতাল, চুঁচুড়া, হুগলি ৭১২১০১
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাসিনিয়র সিস্টার টিউটর, নার্সিং ট্রেনিং স্কুল, MRI বাঙুর হাসপাতাল, টালিগঞ্জ, কলকাতা ৭০০০৩৩
কলকাতাপ্রিন্সিপাল নার্সিং অফিসার, নার্সিং ট্রেনিং স্কুল, IPGME&R SSKM হাসপাতাল, ২৪৪ AJC Bose Road, কলকাতা -২০





Post a Comment (0)
Previous Post Next Post